বান্ধবগড়ের সম্রাজ্ঞী

ডান দিকের প্রাচীরে এক লাফে উঠলেন তিনি। “আবার এসেছ তোমরা বিরক্ত করতে” – এমন একটা ‘লুক’ দিয়ে তিনি তাকালেন আমাদের দিকে। ওই একটি বারই তাকালেন, তারপর আমাদের অস্তিত্ত্বকে সম্পূর্ণ অগ্রাহ্য করে রাজমহিষীর মত ডান দিক দিয়ে রাস্তা পার হলেন।

কলকাতা ডাইরী – ০১

তিলোত্তমা কলকাতা। আমার কলকাতা। ক্যামেরার চোখ দিয়ে দেখার চেষ্টা আর তারই প্রতিফলন কিছু ছবি।